প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ সেটাপ
যেহেতু ফেসবুক ভিত্তিক বা এফ-কমার্স বিজনেসের ক্ষত্রে ফেসবুক পেজই আপনার ভার্চুয়াল শপ বা দোকান তাই এটা আকর্ষনীয়ভাবে সাজানো গোছানো না থাকলে ও সব সেটিং সঠিকভাবে না থাকলে এখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না।
তাই কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে অবশ্যই ফেসবুক পেজ টা আগে সঠিক ভাবে কাস্টমাইজ বা সেটাপ করে নিতে হবে।
পেজ তৈরি ও কাস্টমাইজেশন
- ফেসবুক পেজ তৈরি
- ফেসবুক পেজ কাস্টমাইজেশন
কাস্টমাইজেশনে যা যা থাকছে
- ফেসবুক পেজ তৈরি অথবা এক্সিসটিং পেজেই সেটাপ
- সঠিক ও আকর্ষনীয় ইউজার নেম সেটাপ
- ম্যাপ লোকেশন, ফোন নম্বার, হোয়াটসঅ্যাপ, ইমেইল ও ওয়েবসাইট এড্রেস যুক্ত করা
- বিজনেস ক্যাটাগরি অনু্যায়ী সঠিক ডেসক্রিপশন, এডিশনাল ইনফরমেশন ও ইমপ্রেশাম লেখা ও যুক্ত করা
- সঠিক ভাবে টেমপ্লেট ও ট্যাব সেটাপ
- অটোমেটেড মেসেজিং সেটাপ
- ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট সেটাপ ও পেজের সাথে ইন্টিগ্রেশন
- আকর্ষনীয় লোগো ও কভার ফটো ডিজাইন
- বিজনেস ম্যানেজার ও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন
- ওয়েবসাইট থাকলে ফেসবুক পিক্সেল সেটাপ
- কমার্স ম্যানেজার বা ফেসবুক শপ ও ক্যাটালগ সেটাপ ও ওয়েবসাইট এর সাথে অটো ইন্টিগ্রেশন
- আরো অন্যান্য সেটিংস সেটাপ
টার্মস এন্ড কন্ডিশনস
- অর্ডার কনফার্ম করার পর ৫০% অ্যাডভান্সড করতে হবে ও বাকি ৫০% পেমেন্ট কাজ শেষে পরিশোধ করতে হবে।
- নতুন পেজ খোলার জন্য আইডির এক্সেস দিতে হবে অথবা পেজ তৈরি করা থাকলে সেটাতে এডমনি/এডিটর এক্সেস দিতে হবে
- ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্ট তার পছন্দমত লোগো ও কভার পছন্দ করতে পারবে